সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২১
নির্বাহী প্রেসিডেন্ট
অধ্যাপক ড. মাহমুদা আক্তার জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি অর্জন করেন। এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।আক্তার স্নাতক ও স্নাতকোত্তর দুই জায়গায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। তিনি উভয় পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের চারটি বিভাগের মধ্যে প্রথম স্থানও অর্জন করেন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে ১৯৮৪ সালে চ্যান্সেলর পুরস্কার অর্জন করেন
একাডেমিক ও অন্যান্য কার্যাবলীঃ
- ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে ১২ বছরের চাকুরীসহ বিভিন্ন পদে প্রায় ২৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা;
- ইলেকট্রিসিটি জেনারেশান কোম্পানি লিঃ, বাংলাদেশ এর পরিচালক এবং অডিট এন্ড ফাইন্যান্স কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন;
- হিসাব ও নিরীক্ষার পোশার তদারককারী প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়েল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশ এর সদস্য হিসাবে দায়িত্ব পালন;
- মাস্টার্স অব প্রফেসনাল একাউন্টিং প্রোগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্বপালন;
- পুঁজিবাজার সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান বিডিবিএল ইনভেষ্টমেন্ট সার্ভিসেস লি: এর পরিচালনা পর্ষদ এবং সরকারী প্রতিষ্ঠান নর্থওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লি: এর অডিট কমিটির চেয়ারপারসন এবং ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন;
- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) এর প্রাতিষ্ঠানিক সুশাসন (কর্পোরেট গভর্ন্যান্স), ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব ইংল্যান্ড এন্ড ওয়েলস (ICAEW) থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (IFRS) এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং (IAS) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন;
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজার হিসাবে কাজ করা;
- বিআইসিএম এর এক্সটার্নাল ফ্যাকাল্টি হিসাবে কাজ এবং ইহার লগ্ন হতে একাডেমিক কারিকুলাম নির্ধারণে সম্পৃক্ততা; এবং
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ড, সিন্ডিকেট, একাডেমিক এবং ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন।
চেয়ারম্যান

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
বিস্তারিত
নির্বাহী প্রেসিডেন্ট

অধ্যাপক ড. মাহমুদা আক্তার জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড...
বিস্তারিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিআইসিএম লোকাল টোল ফ্রি কল সেবা

সামাজিক যোগাযোগ
জরুরি হটলাইন
